মোনাজাতে মকবুল হল প্রার্থনা করার কতিপয় পন্থি বা শেহের। হযরত শায়খে বর্ণভী (রহ) নিজে এই ছন্দাকার শেহেরগুলি রচনা করেন। আমরা এটাকে মোনাজাতে মকবুল বলে জানি। এরকম আরো অনেক মোনাজাতে মকবুল রচিত হয়েছে। আমরা ধীরে ধীরে পাঠকদের কাছে বিখ্যাত সব মোনাজাতে মকবুল পেশ করব ইনশাহ আল্লাহ।
তামামী তারিফ জান সেই সে খোদার,
পাপীদের যে দিয়াছে দোয়ার অধিকার ।।
দুরুদ ও সালাম ভেজী নবীজির হুজুরে,
শাফিউল উম্মত যিনি হাশরের বিচারে ।।
ইয়ার আশহাব আর আলে আতহার,
ছালাত ছালাম ভেজী উপরে সবার ।।
রহমান রহীম আল্লাহ তোমার করমে,
খালাছিরও আশা আমি রাখিনু অধমে ।।
খালিক ও মালিক আল্লাহ পাক পরওয়ার,
সকলি করিতে পার কুদরতে তোমার ।।
পুণ্যবানের তরে যদি দাও দোযখেতে,
দিতে পার এখতিয়ার কার কিবা তাতে ।।
গোনাহগারের তরে যদি করি দাও পার,
কুনে কি বলিতে পারে কি শত্তি কাহার ।।
কিভাবে কি সুরে আমি বলিমু গরজ,
রীতিনীতি নাহি জানি করিতে আরজ ।।
যে মতে মকবুল হয় আরজ আমার,
সে মতে তাওফিক দাও দোয়া করিবার ।।
দয়ার সাগর তুমি মালিক ও মোখতার,
লুৎফ ও করম কর জানিয়া লাচার ।।
শেখ জনাব লুৎফুর রহমান ওলীর কাতির,
হেদায়ত কর মোরে এলাহি কাদির ।।
জোর হাতে পানা মাঙ্গি প্রভু নিরঞ্জন,
গোনাহগারের তরে কর দয়া বিতরণ ।।
জাহিরে বাতিনে খুবি দান কর মোরে,
ফেদা কর প্রাণ মোর ইসলামেরই তরে ।।
শাহ সৈয়দ হুছাইন আহমদ মদনীর খাতির,
কবুল করহে দোয়া এলাহী কাদির ।।
আমলে তাওফিক দাও, রিয়া হইতে দুর,
তন-মন করি দাও মোর নুরে নুর ।।
দিদার নাছিব কর জানিয়া ফকির,
শাহ হযরত রশীদ আহমদ গাঙ্গুহির খাতির।।
হজ্জ করিবার তরে শক্তি কর দান,
কাবার গিলাফে ধরি কান্দি যে হয়রান ।।
পৌঁছাইয়া দেও মোরে নবীজীর হুজুরে,
মৌলানা ইমদাদ উল্লাহ মুর্শিদের খাতিরে ।।
যত গোনাহ করিয়াছি করে দেও মাফ,
শয়তানী ওয়াছ ওয়াছা হইতে দিল রাখ ছাফ।।
রওশন করিয়া দেও ইরফানের নুরে,
মৌলানা হযরত নুর মোহাম্মদ খাতিরে ।।
আমি হেন গোনাগারে পাইতে ভালাই,
তোমার রহমত বিছে কমি হবে নাই ।।
শহীদ করহ আল্লাহর এশকের তলোয়ারে,
গাজী আব্দুর রহিম হাজী ছাহেব খাতিরে ।।
খালি হাতে আসিয়াছি তোমারি দরবার,
গোনাহ ছাড়া কোন কিছু নাহি যে আমার ।।
জোর হাতে পানা মাঙ্গি মাফ দেও মোর,
শাহ শেখ আব্দুল বারী ওলীরও খাতিরে ।।
তোমার রহমত দেখি তামাম আলমে,
খাকি নুর আতশী উত্তম ও নরাধমে ।।
দয়া দেখি আশা রাখি অধম ফকির,
দয়া কর শাহ আব্দুল হাদিরও খাতির ।।
হুশ বুদ্ধি ইজ্জত হুরমতে কাজ নাই,
তোমার নামেতে মত্ত হইবারে চাই ।।
প্রেমপন্থে রাখ মোরে এলাহি কাদির,
শাহ সুফি আজদ উদ্দিন আমরুহির খাতির।।
তোমার হাবিব নবী মোহাম্মদ আমীন,
শান্তি যেন নাহি হয় সেই নাম বিন ।।
মোহম্মদি নামে ভক্ত করি দেও মোরে,
শাহ পীর মোহাম্মদ মক্কীরও খাতিরে ।।
মোহাম্মদী নামে আর মোহম্মদী দ্বীনে,
মস্তান করিয়া মোরে রাখ রাত-দিনে ।।
মোহাম্মাদী শাফায়াত পাই যে হাশরে,
শাহ মোহাম্মাদী হাদী ছাহেবের খাতিরে ।।
তোমার প্রেমেতে আল্লাহ করি দেও ফানা,
দিবা নিশি থাকি যেন হইয়া দেওয়ানা ।।
মহববতের সুরা পানে মত্ত কর মোরে,
শেখ শাহ মুহিবুল্লাহ মুর্শিদের খাতিরে ।।
আমি হেন গোনাগারে কর পাক-ছাফ,
তুমি যদি দয়া কর. করে দিবে মাফ ।।
গোনাতে ডুবিয়া আছি পার কর মোরে,
হযরত আবু সাঈদ গাঙ্গুহির খাতিরে ।।
শায়তানের তাবেদারী করিয়া মোদাম,
নিজ দোষে বনিয়াছি নফছেরও গোলাম ।।
গোলামী জিঞ্জির হইতে মুক্তি দেও করে,
নিজাম উদ্দিন হযরত আউলিয়ার খাতিরে ।।
কুহেতুরী নুরে দেও তজল্লী করিয়া,
তন, মন, রগ ও রেসা নুরেতে ভরিয়া ।।
তোমার নুরের রঙ্গেতে রঙ্গিন কর মোরে,
শাহ হযরত জালাল উদ্দিন ছাহেবের খাতিরে ।।
তোমা হতে বহু দূরে পড়িয়াছি আমি,
কোন মতে নিকটেতে নিয়ে যাও তুমি ।।
পবিত্র বাগানে যেন ফিরি ছয়ের করে,
কুতুবুল আউলিয়া আব্দুল কুদ্দুছের খাতিরে ।।
খালি হাতে আশা নিয়ে আসিয়াছি শাই,
নিরাশা হইয়া যেন ফিরিয়া না যাই ।।
ভিখারী দোয়ারে খাড়া দেও দয়া করে,
শাহ শেখ মোহাম্মদ আলীরও খাতিরে ।।
মোহাম্মদী সুগন্ধে মোহিত কর মোরে,
চোখেতে রৌশনী দেও মোহাম্মদী নুরে ।।
আহমদী ছুরতে পথ পাই যেন তিমিরে,
শেখ আহমদ আরিফ বেরলভীর খাতিরে ।।
শরিয়তী রঙ্গেতে রঙ্গিন বানাইয়া,
মারিফতি নুরে দেও নুরানি করিয়া ।।
হকিকতে ডুবাইয়া রাখহে আমারে,
শেখ শাহ আব্দুল হক ছুফির খাতিরে ।।
প্রেমানলে জলি যেন হই ছারখার,
প্রেম পন্থে প্রাণ দিতে বাসনা আমার ।।
প্রেমের যাতনা দানে শত্তি কর মোরে,
জালাল উদ্দিন কবিরুল আউলিয়ার খাতিরে ।।
গোনাতে ডুবিয়া আছি করিম ও গফফার,
দিন রবি পাপেতে হইল অন্ধকার ।।
উজালা করিয়া দেও ঈমানের নুরে,
শেখ সামছুদ্দিন পানিপথির খাতিরে ।।
জাহিরে বাতিনে দেও প্রেম জাগাইয়া,
মন ব্যথা নয়নেতে নীর বহাইয়া ।।
ওহে আল্লাহ দিবানিশি রাখ মত্ত করে,
আলী আহমদ আলাউদ্দিন ছাহেবের খাতিরে।।
মূসা (আ) ও রুটি চুরের গল্প জানতে ভিজিট করুন
ঈমানের মিষ্টিতে তুষ্ট কর জান,
নেক পথে খুশি মতে হই যে কোরবান ।।
শতজানে পারি যেন ফেদা হইবার,
শাহ শেখ ফরিদ উদ্দিন ওলীর খাতিরে ।।
তোমার প্রেমের তেগে সকলি শহীদ,
আম্বিয়া, আউলিয়া, গৌছ, কুতুবের খাতির ।।
আমারে শহীদ কর তছলিমি তলোয়ারে,
কুতুব উদ্দিন কুতুবুল আউলিয়ার খাতিরে ।।
শয়তান পিছনে আছে লুঠিতে ঈমান,
তোমার ইমদাদ বিনে ঘটিবে নিদান ।।
দয়া কর নিরূপায় অধম ফকির,
মঈন উদ্দিন হযরত চিশতীরও খাতির ।।
প্রেমের মস্তান এয়ছা দেও বানাইয়া,
লাজ-লজ্জা ডর যেন যায় পালাইয়া।।
কলঙ্কেতে অলংকার কর মোর তরে,
মুর্শিদ উছমান খাজা হারুনীর খাতিরে ।।
জীবন মরণের গম যায় যেন দুরে,
জীবন থাকিতে যেন পারি মরিবারে ।।
দিল মেরা জিন্দা কর শরীফী জিকিরে,
শাহ হযরত শরীফ জান্দানির খাতিরে ।।
প্রেমের অনল এয়ছা দেও লাগাইয়া,
তন-মন-রগ-রেসা উঠে যে জ্বলিয়া ।।
পশমে পশমে ধুম হয় যে বাহির,
হযরত মউদুদ চিশতী ছাহেবের খাতির ।।
কতকালে বিচ্ছেদ জ্বলিয়া হইমু ছাই,
দয়া এবে কর প্রভু আল্লাহ পাক সাঈ ।।
গোমরাহির গাড়া হইতে করহ বাহির,
শাহ হযরত আবু ইউসুফ চিশতীর খাতির ।।
মোহাম্মাদী রুপে গূণে করি দেও ফানা,
মদীনাতে ফিরি যেন হইয়া দেওয়ানা ।।
বেহুঁশ মস্তান কর সুগন্ধে নবীর,
শাহ আবু মোহাম্মদ অলীরও খাতির ।।
সওদাগরে মাল নেয় মালের বদল,
সওদাগর নহি আমি ভিক্ষুক পাগল ।।
মুফছ কিছু নিতে চাই দুয়ারে হাজির,
আহমদ আব্দাল চিশতী ছাহেবের খাতির ।।
কত কাল পেরেশান রইমু বেকারার,
গম দু:খ গেছে প্রভু বাহিরে সীমার ।।
এবে শান্তি কর দিয়া দর্শন মোরে,
শাহ হযরত আবু ইসহাক অলীরও খাতিরে।।
তেজিয়া আমাকে প্রভু না কর বরবাদ,
মেহের নজরে কর আমাকে আবাদ ।।
দুনিয়ার যত দু:খ চিন্তা ও ফিকির,
দেও সরাইয়া হযরত মমসাদের খাতির ।।
বিচ্চেদে বিচ্চেদে হইল জিন্দেগী শেষ,
কাছে আছো তবু কিন্তু না পাই উদ্দেশ ।।
অন্ধকে নয়ন দান কর দেখিবারে,
শাহ হযরত হুবায়রা বছরীরও খাতিরে ।।
জীবনে মরণ আর কবর ও হাশরে,
দেখিও আমাকে আল্লাহ সদয় নজরে ।।
মউত সঙ্কট কালে থাকিও হাজির,
হুজায়ফা মরয়াসি শাহ অলীরও খাতির ।।
তক্ত, ভক্ত, ইজ্জত হুরমতে কাজ নাই,
ফকিরি দরবেশী নাম লোভিতে না চাই ।।
পারি যেন দরবারে হইতে হাজির,
ইব্রাহীম আদহম বাদশাহ বলখীরও খাতির ।।
নফছ এর ডাকু আর দুছরা শয়তান,
রাহা পিছে বসিয়াছে লুটিতে ঈমান ।।
দুষমনের হাত হইতে বাচাও কাদির,
শাহ ছুফি ফুজায়েল ইবনে আয়াজের খাতির ।।
মনোবাঞ্চা কী রুপে বলিমু পরওয়ার,
ছোট মুখে বড় কথা না হয় বাহার ।।
এক বিনে দুই যেন না ভাসে নজরে,
খাজা আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ শাহর খাতিরে।।
দয়া করে নেকির তওফিক আল্লাহ দাও,
যে ভাবেতে রাজি থাক সে ভাবে চালাও ।।
গজব ও কাহার হইতে বাচাও কাদির,
হাসান বসরী ইমাম আউলিয়ার খাতির ।।
ছিনা হইতে জেহালতি সবই দেও তুলি,
দিল বিছে ইলিমের দোয়ার দেও খুলি ।।
শরীয়ত ও হাকীকতে রাখ মত্ত করে,
হযরত মরতুজা আলী শাহর খাতিরে ।।
যাহার খাতিরে পয়দা হইল ত্রিভুবন,
চন্দ্র. সর্য. জমিন. আছমান, তারাগণ ।।
আম্ভিয়া. আউলিয়া আর ফিরিস্তা তামাম,
সবার সর্দার যিনি আলাইহিচ্ছালাম ।।
যাহার চরনে পয়দা তামাম জাহান,
নয়নের তারা মোর হৃদয়ের চান্দ ।।
শফিউল মুযনিবিন যিনি হাশরের বিচারে,
উম্মতের কান্ডারি নবী হাবিব আল্লাহর ।।
আরজ কবুল কর এলাহি কাদির,
মোহাম্মদ মস্তফা হযরত নবীরও খাতির ।।
কর কিনা কর দয়া ধরেছি দামন,
জীবন ও মরনে আল্লাহ না হবে ছাড়ন ।।
গোনাগার হই যদি আরও নাফরমান,
নাম কিন্তু লেখা আছে উম্মতে তার ।।
রহমানের বান্দা আর উম্মত নবীর,
পাপ রাশি নিয়ে আসি হুজুরে হাজির ।।
দুষমনের তরে যার আছে বহু দান,
আমি কেন আশা ভেঙ্গে হইমু হয়রান ।।
দুস্তের কুকুর আইনু দুস্তের দোয়ারে,
লাঠি ডান্ডা মারিয়া না তাড়াইও আমারে ।।
তাড়াইলে ফিরে আইমু কুত্তা যে তোমার,
দয়া কর দয়ার আল্লাহ দোহাই তোমার ।।
ভালা থাকি বুরা থাকি তবুও তোমার,
পাপী বলে পায়ে ঠেলি না করিও বার ।।
তুমি বিনে কেহ নাই দিলে হাকাইয়া,
কোথা যাইমু ফিরে আইমু ঘুরিয়া ঘুরিয়া ।।
তুমি ছাড়া কার কাছে করিমু রোদন,
তুমি বিনে কে বুঝিবে আমার এ বেদন ।।
দয়া করে অধমেরে নেও তরাইয়া,
গোনাহর বদলে দেও নেকি বাড়াইয়া ।।
যে জনা করেছেন এই দোআ-কে রচনা,
দয়া গুনে পুরাইও আল্লাহ তাহার বাসনা।।
মা, বাফ, ওস্তাদ, পীর ভাই বন্ধুগণ,
বোন, ভাগনী, বিবি, বাচ্চা যত প্রিয়জন।।
তাহার সবার তরে দয়া বিতরিয়া,
মুসকিল আছান করে নেও তরাইয়া !!
গহীন সাগরে আল্লাহ ফিরিনু ভাসিয়া,
কুল না কিনারা আমি না পাই সাতরিয়া ।।
হাঙ্গর কুম্ভির কত জলজন্ত আর,
ভাসিয়াছি ঠাই ঠাই করিতে সংহার ।।
পর্বত আকারে ঢেউ করে খল খল,
ডরে মরি ক্ষ্ণণে ভাসি ক্ষনে হই তল ।।
উদ্বারিয়া নেও আছি বিপদে অধির,
আম্বিয়া, আউলিয়া, গৌছ, কুতুব খাতির ।।
বেহেস্তে দিদার চাই. এলাহি আল-আমিন,
আরজ কবুল আল্লাহ করহে আমিন ।।
আমাদের সকলের উচিত মোনাজাতে মকবুল মুখস্ত করা। কেননা মোনাজাতে মকবুল হল একটি মকবুল প্রার্থনা।
দ্রব্যগুণ সংক্রান্ত আজিব বিদ্যা শিখতে চাইলে ভিজিট করুন