Causative Verb এর ব্যবহার করে তৈরি করুন হাজার হাজার অর্থবহ বাক্য
আজকের আলোচনায় আমরা Causative ও Non-Causative-Verb ব্যবহার করে বাক্য তৈরি করা শিখবো। বিশেষ করে Causative Verb এর ব্যবহার সঠিকভাবে জানব।
Causative Verb কী?
বাক্যে কোন কাজ যদি কর্তা নিজে সরাসরি সম্পাদান না করে অন্যদের মাধ্যমে সম্পাদন করায় তবে উক্ত কাজকে ইংরেজিতে Causative-Verb বা প্রযোজক ক্রিয়া বলে।
Non-Causative- এ কর্তা কোন কাজ সরাসরি নিজে সম্পন্ন করে।
যেমন:-
আমি সভাটি আয়োজন করি।
আমরা সভাটি আয়োজন করি।
তুমি সভাটি আয়োজন কর।
তোমরা সভাটি আয়োজন কর।
সে সভাটি আয়োজন করে।
তারা সভাটি আয়োজন করে।
রহিম সভাটি আয়োজন করে। ইত্যাদি
Causative- এ কর্তা কাজটি অন্যের মাধ্যমে সম্পন্ন করায়, কাজটি নিজে সরাসরি করে না।
যেমন:-
আমি রহিমকে দিয়ে সভাটি আয়োজন করিয়ে নেই ।
আমরা রহিমকে দিয়ে সভাটি আয়োজন করিয়ে নেই ।
তুমি রহিমকে দিয়ে সভাটি আয়োজন করাও।
তোমরা রহিমকে দিয়ে সভাটি আয়োজন করাও।
সে রহিমকে দিয়ে সভাটি আয়োজন করায় ।
তারা রহিমকে দিয়ে সভাটি আয়োজন করায়।
করিম রহিমকে দিয়ে সভাটি আয়োজন করায়। ইত্যাদি
Causative Verb এর ব্যবহার করে বাক্য তৈরি করতে কিছু নির্দিষ্ট Causative-Verb প্রয়োগের মাধ্যমে করা যায়।
যেমন:
১. I feed the dog. (আমি কুকুরটিকে খাওয়াই)
২. Jhuma teaches them English. (ঝুমা তাদেরকে ইংরেজি শেখায়)
৩. I show him a bird. (আমি তাকে একটি পাখি দেখাই)
৪. Lima informed me a good news. (লিমা আমাকে একটি ভাল খবর জানালো)
Causative-Verb পাওয়া না গেলে সেক্ষেত্রে Causative -বাক্যসমূহের গঠনপ্রণালী হবে নিম্নরূপ-
যেমন-
১. আমি তাকে দিয়ে সভাটি আয়োজন করাই।
I make him arrange the meeting.
২. শিক্ষক ছাত্রকে দিয়ে অংকটি করান।
The teacher makes the student do the sum.
৩. আমরা তাকে দিয়ে সভাটি আয়োজন করাই।
We make him arrange the meeting.
৪. রানা রিতাকে দিয়ে পত্রিকাটি আনায়।
Rana makes Rita bring the newspaper.
Causative Verb এর ব্যবহার করে Causative বাক্য তৈরি করা একটি মজার বিষয়। আমরা যদি Causative-Verb জানতে পারি তাহলে এই সকল Verb প্রয়োগ করে তৈরি করতে পারি হাজার হাজার অর্থবহ ও মজার মজার বাক্য যা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত হবে নানানভাবে। এবার তাহলে Causative ও Non-Causative-Verb জেনে নেয়াই প্রয়োজন। তবে কিছু নির্দিষ্ট verb আছে যেগুলো Causative-Verb হিসেবে বহুল পরিচিত।
যে সকল Verb- এর Causative- রূপ আছে তাদের তালিকা নিম্নে দেওয়া হল। যেগুলোর জন্য make, have/has, get ইত্যাদি প্রয়োগ করতে হয় না।
Serial | Non Causative | Causative |
01. | eat (খাওয়া) | feed (খাওয়ানো) |
02. | learn (শেখা) | teach (শেখানো) |
03. | know (জানা) | inform (জানানো) |
04. | dive (ডুব দেয়া) | dip (ডুবানো) |
05. | fall (পড়ে যাওয়া) | fell (ফেলে দেয়া) |
06. | See (দেখা) | show (দেখানো) |
07. | rise (উঠা) | raise (উঠানো) |
08. | suck (স্তন্য পান করা) | suckle (স্তন্য পান করানো) |
09. | remember (স্বরন করা) | remind (স্বরন করানো) |
10. | lie (শুয়ে থাকা, শুয়ে পড়া) | lay (শুইয়ে রাখা) |
এবার তৈরি করা যাক কয়েকটি বাক্য
Non Causative | Causative |
1. He eats rice. সে ভাত খায়। | 1. He feeds rice the baby. সে শিশুটিকে ভাত খাওয়ায়। |
2. You learn mathematics. তুমি অংক শেখ। | 2. You teach them mathematics. তুমি তাদেরকে অংক শেখাও। |
3. He knows much about this. সে এ ব্যাপারে অনেক কিছু জানে। | 3. He informed the police of it. সে এটা পুলিশকে জানালো। |
4. He dived into the water. সে পানির নীচে ডুব দিল। | 4. He dipped his cake into honey. সে তার কেকটি মধুতে ডুবিয়ে দিল। |
5. I remember the day. আমি দিনটির কথা স্মরণ করি। | 5. I shall remind you of the day. আমি তোমাকে দিনটির কথা স্মরণ করিয়ে দেব। |
এ ক্ষেত্রে make, have/has, get ইত্যাদি ব্যবহার করার প্রয়োজন নেই।
আরো কিছু Verb আছে যাদের কোন আলাদা Causative- রূপ নেই। এরা নিজেরাই Causative ও Non- Causative দু’ভাবেই ব্যবহৃত হতে পারে।
যেমন:-
Fly (উড়া/উড়ানো)
Boil (সিদ্ধ করা/সিদ্ধ করানো)
Walk (হাঁটা/হাঁটানো)
Move (নড়া/নড়ানো)
Grow (জন্মে/জন্মানো)
Burn (পোড়া/পোড়ানো)
Non Causative- হিসেবে |
Causative – হিসেবে |
1. He walks. (সে হাটে) | 1. He walks Rahim. (সে রহিমকে হাটায়) |
2. The kite flies. (ঘুড়িটা উড়ে) | 2. Salim flies the kite. (সেলিম ঘুড়িটা উড়ায়) |
3. Fire burns. (আগুন জ্বলে) | 3. We burn dry leaves. (আমরা শুকানো পাতা পোঁড়াই) |
আসুন এবার হাজার হাজার বাক্য তৈরি করি Causative-Verb- ব্যবহার করে।
Voice Change করার সহজ টেকনিক জানতে ভিজিট করুন
Prepared By: Md Nazrul Islam Dulu,
০১৭১৬-৩৮৬৯৫৮
Online Earning সম্পর্কে জানতে ভিজিট করুন