দরিদ্র হওয়ার কারণ কি আমরা অনেকেই জানতে চাই। বিভিন্ন কারণে ঘরে দরিদ্রতা প্রবেশ করে। ইসলামের দৃষ্টিতে এই দরিদ্রতা দূরীকরণের অনেক আমল আর ব্যবস্থা রয়েছে। আজ আমরা দরিদ্র হওয়ার কারণ নিয়ে বিশেষ কিছু বিষয় নিয়ে আলোকপাত করব। আশা করছি পাঠকদের কিছুটা হলেও উপকারে আসবে।
দরিদ্রতা কি?
দারিদ্র্য হল এমন একটি অর্থনৈতিক অবস্থা, যখন একজন মানুষের জীবনযাত্রার ন্যূনতম মান অর্জন এবং সামান্য আয়ের ফলে জীবনধারণের অপরিহার্য দ্রব্যাদি ক্রয় করার সক্ষমতা হারায়।
নিচের ভিডিওটি দেখতে পারেন-
ইসলামের দৃষ্টিতে দারিদ্র্য হচ্ছে এমন এক অবস্থা, যা মানব জীবনের অব্যাহত প্রয়োজনীয় পণ্য বা মাধ্যম উভয়েরই অপর্যাপ্ততা বুঝায়।
দরিদ্রতা আসে সাত জিনিসের কারণে
১। তাড়াহুড়া করে নামায পড়ার কারণে!
২। দাঁড়িয়ে পেশাব করার কারণে!
৩। পেশাবের জায়গায় অজু করার কারণে!
৪। দাঁড়িয়ে পানি পান করার কারণে!
৫। ফুঁ দিয়ে বাতি নিভানোর কারণে!
৬। দাঁত দিয়ে নখ কাটার কারণে!
৭। পরিধেয় বস্ত্র দ্বারা মুখ সাফ করার কারণে!
এছাড়া হেটে হেটে দাঁত মিছওয়াক করা, ভাঙ্গা আয়না দিয়ে মুখ দেখা, ছেঁড়া গেঞ্জি গায়ে দেয়া ইত্যাদিও দরিদ্রতা আসার কারণ বলে অনেকেই মনে করে থাকেন।
অনলাইনে একদম ফ্রিতে ইনকার করার পদ্ধতি শিখতে ভিজিট করুন
৭টি আমল মানুষের আর্থিক স্বচ্ছলতা বাড়িয়ে দেয়
১. দেখে দেখে কুরআন তেলাওয়াত করার কারণে।
২. একাগ্রচিত্তে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে।
৩. আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে।
৪. দরিদ্র ও অক্ষমদের সাহায্য করার কারণে।
৫. গোনাহের ক্ষমা প্রার্থনা করার কারণে।
৬. পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের সাথে সদাচরণ করার কারণে।
৭. সকালে সূরা ইয়াসিন এবং সন্ধ্যায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার কারণে।
সহীহ মুসলিম ও বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী হযরত মুহাম্মাদ (সা) এরশাদ করেন- “কেউ যদি তার হায়াত ও রিযিক বাড়াতে চায় তাহলে সে যেন তার নিকট আত্মীয়দের সাথে সু-সম্পর্ক বজায় রাখে।”
সু-সম্পর্ক বজায় রাখার অর্থ হল নিকট আত্মীয়দের সাথে ভাল ও সুন্দর ব্যবহার করা এবং তাদেরকে সাধ্যানুযায়ী আর্থিক সহযোগিতা করা। আর আত্মীয়দের মধ্যে নিকট আত্মীয়গণ হলেন-
প্রথমে- বাবা-মা, তারপর- স্ত্রী-সন্তান, এরপর- ভাই-বোন। এরাই হলেন প্রধান নিকট আত্মীয়। এদের সাথে উত্তম ব্যবহার, আর্থিক সহায়তা করলে কখনো ঘরে দরিদ্রতা প্রবেশ করে না।
দ্রব্যগুণ সংক্রান্ত যাদু আর টোটকা বিদ্যা শিখতে ভিজিট করুন
উপরোক্ত নিয়ম মেনে চললে আর্থিক স্বচ্ছলতা বজায় থাকে।