সিলেট৭৮৬ ডট কম এর পোষ্ট বা আর্টিকেল সম্পর্কে জরুরি কিছু কথা
বাংলা ভাষায় মান সম্মত একটি ইসলামিক ব্লগ সাইট
আমাদের সাইটের সার্বিক পরিকল্পনা ও বিষয়ের বিস্তারিত বিবরণ
সিলেট৭৮৬ ডট কম এর পক্ষ থেকে অধিকাংশ সময় ইসলামিক গুরুত্বপূর্ণ বিভিন্ন আর্টিকেল প্রকাশিত হবে। উন্নত মানের ইসলামিক কনটেন্ট, দেশের ভাল লেখক কর্তৃক প্রকাশিত হবে। প্রত্যেক আর্টিকেলের প্রথমে কিংবা শেষে অবশ্যই লেখকের পরিচিতি ও শিক্ষাগত যোগ্যতা উল্লেখ থাকবে। যতটুকু সম্ভব সরবরাহকৃত প্রতিটি তথ্যের রেফারেন্স দেয়া হবে। আমাদের সাইটের প্রতিটি লেখকের পরিচিতি আর শিক্ষাগত যোগ্যতা, মোবাইল বা ইমেইল নম্বর লেখক পরিচিতি পর্বে তালিকা আকারে দেয়া থাকবে। একটি কনটেন্ট প্রকাশ করার পূর্বে অবশ্যই একজন দক্ষ এডিটর দ্বারা যাচাই করার পরই প্রকাশ করা হবে। সিলেট৭৮৬ ডট কম এর লেখকদেরকে মূল্যায়ন করা হবে তিনভাবে।
(এক) সাইটের এডমিন কর্তৃক নিযুক্ত বেতনধারী লেখক।
(দুই) কোনো প্রফেশনাল লেখক দ্বারা লিখিত পোষ্ট প্রকাশিত হলে লেখক সম্মানি প্রদান করা হবে। এসব লেখকদের প্রফেশনাল লেখক বলে আখ্যায়িত হবে।
(৩) নতুন উদীয়মান লেখক। যারা কনটেন্ট রাইটিং করে ইনকাম করার পেশাকে গ্রহণ করতে চাচ্ছেন আমাদের কোম্পানি এমন লেখকদের উৎসাহিত করবে এবং সব ধরণের সহযোগিতার জন্য প্রস্তুত থাকবে।
এছাড়া এই সাইটে থাকবে স্পন্সর পোষ্টের ব্যবস্থা, থাকবে এড সেকশন, থাকবে নতুন সব সংবাদ পরিক্রমা ইত্যাদি। সময়ে সময়ে সকলের চাহিদার প্রতি শ্রদ্ধা রেখে নতুন নতুন ফিচারের ব্যবস্থাও থাকবে।
Tag Question তৈরির সহজ কৌশল বা টেকনিক জানতে চাইলে ভিজিট করুন।
আমাদের এই সাইটের জন্য লেখক আহবান
যারা আমাদের সাইটের নিয়মিত লেখক হতে ইচ্ছুক তারা অবশ্যই নিজের বায়োডাটা পাঠাবেন।্ইন্টারভিউয়ের মাধ্যমে ৩ জন লেখক সিলেক্ট করা হবে। যে সকল তথ্য অবশ্যই পাঠাতে হবে তা হল:
১. পুরা নাম
২. মোবাইল নম্বর
৩. ইমেইল এড্রেস
৪. পোষ্ট কোডসহ পোষ্ট অফিসের নাম
৫. উপজেলা ও জেলার নাম
৬. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
বিশেষ দ্রষ্টব্য: যারা wordpress এবং seo ভালভাবে জানেন তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
বায়োডাটা পাঠানোর ই্মেইল ঠিকানা
nazruld@yahoo.com
মোবাইল করে কিংবা অন্য কোনো উপায়ে বায়োডাটা পাঠালে গ্রহণ করা হবে না।
অনলাইনে ইনকাম বিষয়ক তথ্যবহুল কনটেন্ট পড়তে ভিজিট করুন