তাজবীদ শিক্ষা (আল কাউলুছ ছাদিদ) বাংলা আলোচনা

তাজবীদ শিক্ষা (আল কাউলুছ ছাদিদ) বাংলা আলোচনা

তাজবীদ শিক্ষা করলে কোরআনী শরীফ বিশুদ্ধভাবে তিলাওয়াত করা সম্ভব। কোরআন মজিদ সহীহভাবে পাঠ করতে প্রয়োজন তাজবীদ শিক্ষা করা। আল্লাহ তা’য়ালা পবিত্র কোরআনুল কারীমে আরাবি জান্নাতি ভাষায় এরশাদ করেন “ তোমরা তারতিলের সাথে কোরআন তিলাওয়াত কর”

সম্পাদনায়
হযরত মাওলানা ক্বারী মো: নজরুল ইসলাম সাহেব, ভাদেশ্বরী।
প্রধানক্বারীঃ ভাদেশ্বর দিঘীরপাড় ফুরকানিয়া মাদ্রাসা।

তাজবীদ শিক্ষা রাবে ও খামিছ জামাতের চুড়ান্ত পরীক্ষার প্রস্তুতি

১. আল্লামা সাহেব ক্বিবলা ফুলতলী (রহঃ) রচিত তাজবীদের পুরো নাম কি?

 উত্তরঃ আল কাউলুছ ছাদিদ ফিল ক্বিরাতি ওয়াত তাজবীদ।

২. আল কাউলুছ ছাদিদ এর রচয়িতা/ প্রণেতা/ লেখক কে?

 উত্তরঃ হযরত মাওলানা আব্দুল লতিফ চৌধূরী ফুলতলী (রহঃ)।

৩. বাংলা ভাষায় আল কাউলুছ ছাদিদ এর অনুবাদ করেন কে?

উত্তরঃ আল্লামা ইমাদ উদ্দিন চৌধূরী ফুলতলী (রহঃ)।

৪. আল কাউলুছ ছাদিদ সর্বপ্রথম কোন ভাষায় রচিত হয়?

উত্তরঃ উর্দু ভাষায়।

৫. বিশুদ্ধ ক্বিরাত শিক্ষার জন্য কিসের প্রয়োজন?

৩০টি দ্রব্যগুণন যাদু ও টোটকা বিদ্যা শিখতে ভিজিট করুন

উত্তরঃ অভিজ্ঞ সনদপ্রাপ্ত ক্বারী ছাহেবের কাছে মশক করা প্রয়োজন।

৬. কার ইশারায় দারুল ক্বিরাতের দরস জারি হয়?

উত্তরঃ হযরত মুহাম্মদ (সাঃ) এর ইশারায়।

৭. কার প্রচেষ্ঠায় দারুল ক্বিরাতের দরস জারি হয়?

উত্তরঃ আল্লামা আব্দুন নূর গড়কাপনী (রহঃ) এর প্রচেষ্ঠায়।

৮. কার নামানুসারে দারুল ক্বিরাত ট্রাষ্টের নামকরণ করা হয়?

উত্তরঃ আল্লামা ছাহেব ক্বিবলার মুহতারাম ওয়ালীদ মুফতি শাহ আব্দুল মজিদ (রহঃ) এর নামানুসারে।

৯. দারুল ক্বিরাতের অঙ্গ সংগঠনের নাম কি?

 উত্তরঃ লতিফিয়া ক্বারী সোসাইটি।

১০. ইলমে তাজবীদের শাব্দিক ও পারিভাষিক অর্থ কি?

উত্তরঃ তাজবীদ শব্দের অর্থ সৌন্দর্য্য মন্ডিত করা।

পারিভাষিক অর্থ যে বিষয়ে হরফের মাখরাজ, সিফাত, লক্বব ইত্যাদি আলোচনা করা হয়, তাকে তাজবীদ বলে।

১১. ইলমে তাজবীদের আলোচ্য বিষয় ও মাকসুদ বর্ণনা কর? এর হুকুম কি?

উত্তরঃ আলোচ্য বিষয়ঃ আয়াতে কোরানিয়া।

মাকসুদঃ হরফের হক আদায় করা।

হুকুমঃ তাজবীদ শিক্ষা করা ফরজে কেফায়া এবং সে অনুসারে আমল করা সাবালক নর-নারীর উপর ফরজে আইন।

১২. তাজবীদের ফায়দা কি?

উত্তরঃ দুনিয়া ও আখেবাতের কল্যাণ লাভ করা।

১৩. তাজবীদের প্রয়োজনীতা কি?

উত্তরঃ কোরআন শরীফ তিলাওয়াত করার সময় ভুলটি হইতে জিহবাকে বাচাইয়া রাখা।

১৪. ফুলতলী সাহেব ক্বিবলার ক্বেরাতের তিনজন উস্তাদের নাম বল?

 উত্তরঃ ১. আব্দুর রউফ শাহবাজপুরী (রহঃ), ২. শাহ ইয়াকুব বদরপুরী (রহঃ) ও ৩. রইসুল কোররা আহমদ হেযাযী মাক্কী (রহঃ)।

১৫. ফুলতলী সাহেব ক্বিবলার দুইজন হাদিস শরীফের উস্তাদের নাম বল?

উত্তরঃ ১. খলিলুল্লাহ রামপুরী (রহঃ), ২. অজিহ উদ্দিন রামপুরী (রহঃ)।

১৬. রইসুল কুররা আহমদ হেজাজি মক্কী (রহঃ) এর উস্তাদের নাম বল?

উত্তরঃ শেখ আহমদ আদ-দারদীর (রহঃ)।

১৭. আব্দুর রউফ শাহবাজপুরী (রহঃ) এর উস্তাদের নাম বল?

উত্তরঃ ইরক্বছুছ আল-মিছরী (রহঃ)।

১৮. শাহ ইয়াকুব বদরপুরী (রহঃ) এর ক্বেরাতের উস্তাদের নাম কি?

 উত্তরঃ আব্দুল মজিদ সিলেটি (রহঃ)।

১৯. কোরআন শরীফ লেখার ক্ষেত্রে কিসের প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন?

উত্তরঃ লেখার ক্ষেত্রে খতে উসমানী, পড়ার ক্ষেত্রে মনক্বোলে সউত এর প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন।

২০. কেরামত আলী জৌনপুরী (রহঃ) ও সৈয়দ আহমদ বেরলভী (রহঃ) এর উস্তাদের নাম কি?

উত্তরঃ কেরামত আলী জৌনপুরী (রহঃ) এর উস্তাদের নাম সৈয়দ আহমদ শহীদ বেরলভী (রহঃ)। তিনির উস্তাদের নাম আব্দুল আজিজ মোহাদ্দিসে দেহলভী (রহঃ)।

তাজবীদ শিক্ষা রাবে ও খামিছ জামাতের চুড়ান্ত পরীক্ষার প্রস্তুতি

২১. ফুলতলী সাহেব ক্বিবলা তরিকায়ে চিশতীয়ায়ে নিজামিয়ার সনদ কার থেকে লাভ করেন?

উত্তরঃ হযরত মাওলানা গোলাম মহি উদ্দিন (রহঃ) এর কাছ থেকে।

২২. কেরামত আলী জৌনপুরী (রহঃ) এর তাজবীদ বিষয়ক লিখিত কিতাব কয়টি ও কি কি?

উত্তরঃ ৪টি। ১. শরহে জযরী, ২. শরহে শাতবী, ৩. জিনাতুল ক্বারী, ৪. মোখারিজে হরফ।

২৩. রইছুল কোররা আহমদ হিজাজী (রহঃ) এর সংক্ষিপ্ত পরিচয় দাও?

 উত্তরঃ নিজে চেষ্টা কর।

২৪. হাফিজ আহমদ সাহেবের ওয়ালিদের নাম কি?

উত্তরঃ কেরামত আলী জৌনপরী (রহঃ)।

২৫. খতমে কোরআন শরীফের দোয়া ———– পর্যন্ত মুখস্ত বল?

উত্তরঃ আল কাউলুছ ছাদীদে দেখ।

২৬. আল্লামা ফুলতলী সাহেব হতে শাহ আব্দুর রহিম মোহাদ্দিসে দেহলভী (রহঃ) পর্যন্ত ছিলছিলার বুজুর্গানের নাম বল?

  উত্তরঃ আল কাউলুছ ছাদীদে দেখ।

২৭. হাদিস শরীফের সনদ ও তরিকার সনদ মুখস্ত বল?

উত্তরঃ আল কাউলুছ ছাদীদে দেখ।

২৮. ছিফত  শব্দের শাব্দিক ও পারিভাষিকঅর্থ বল?

উত্তরঃ ছিফত এমন বস্তুকে বলা হয় যাহা কোন বস্তু অবলম্বন না করিয়া প্রকাশিত হইতে পারে না। তাজবীদের পরিভাষায় ছিফত ইহাকে বলে যা হরফকে তার মাখরাজ হইতে বাহির হওয়ার সময় সংযুক্ত হয়।

২৯. নুন সাকিন ও তানবীনের মধ্যে পার্থক্য কি?

উত্তরঃ নুন সাকিন অকফ, অসল, উচ্চারণে ও লিখিতে বিদ্যমান থাকে। তানবীন কেবলমাত্র ওসল ও উচ্চারণে বিদ্যমান থাকে।

৩০. লামে ক্বামারিয়ার হরফ কয়টি ও কি কি?

উত্তরঃ ১৪টি। যেগুলোকে একত্র করিলে হয়ঃ

৩১. লামে ফেল কাহাকে বলে? তার মিছাল দাও?

উত্তরঃ ফেলে মাদ্বি ও আমর এর মধ্যে যে লাম আসে তাকে লামে ফেল বলে। যেমনঃ

৩২. মদ্দে তবয়ী ও মদ্দে বদল এর মধ্যে পার্থক্য কি?

উত্তরঃ মদ্দে তবয়ী কোন ইমামের মতে এক আলিফের বেশি লম্বা হইবে না। কিন্তু মদ্দে বদল ইমাম ওরশ এর মতে এক আলিফের বেশি লম্বা হইবে।

৩৩. গোলাম মহি উদ্দিন (রহঃ) কার খলিফা ছিলেন?

উত্তরঃ তিনি মাওলানা শাহ মুশতাক রামপুরীর (রহঃ) কার  খলিফা ছিলেন?

 উত্তরঃ তিনি মাওলানা শাহ মুশতাক রামপুরীর (রহঃ) এর খলিফা ছিলেন।

৩৪. — কিতাবের প্রণেতা কে?

উত্তরঃ শাহ ওয়ালি উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (রহঃ)।

৩৫. ভারতবর্ষে কে সর্বপ্রথম কোরআন শরীফের ফার্সি তরজমা করেন?

উত্তরঃ ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী (রহঃ)।

৩৬. শাহ মুহাম্মদ ইয়াকুব বদরপুরী (রহঃ) ছাহেব ক্বিবলার কোন দুই বিষয়ের উস্তাদ?

উত্তরঃ ইলমে ক্বিরাত ও ইলমে তাসাওউফ এর।

৩৭. ছাহেব ক্বিবলা (রহঃ) সর্বপ্রথম কোথায় ক্বিরাতের দরস আরম্ভ করেন?

 উত্তরঃ বদরপুর আদম খাকী নামক স্থানে। (ভারত)

৩৮. মক্কা শরীফ মাতা-পিতার সাথে ২৯ বছর কে ছিলেন?

উত্তরঃ হাফিজ মাওলানা আব্দুর রউফ করমপুরী শাহবাজপুরী (রহঃ)।

৩৯. আহমদ হেজাজী মক্কী (রহঃ) হাজীগণের সাথে ছাহেব ক্বিবলা (রহঃ) কে কয়টি তাজবীদ বিষয়ক কিতাব পাঠিয়েছিলেন?

  উত্তরঃ ২টি।

৪০. আল্লামা ছাহেব ক্বিবলা ফুলতলী (রহঃ) কার বংশধর ছিলেন?

উত্তরঃ হযরত শাহজালাল (রহঃ) এর অন্যতম সফর সঙ্গী শাহ কামাল (রহঃ) এর বংশধর ছিলেন।

৪১. আল্লামা ছাহেব ক্বিবলা ফুলতলী (রহঃ) রচিত কয়েকটি কিতাবের নাম বল?

উত্তরঃ ১. আত তানভীর আ‘লাত তাফসীর,

২. মুনতাখাবুছ ছিয়র, ৩. নালায়ে ক্বলন্দর,

৪. আনোয়ারুছ ছালিকিন,

৫. খুতবায়ে ইয়াকুবিয়া ইত্যাদি।

৪২. আল্লামা ছাহেব ক্বিবলা ফুলতলী (রহঃ) হাদিস শরীফের সনদ কয় ছিলছিলায় লাভ করেন?

উত্তরঃ ২ ছিলছিলায়।

৪৩. আল্লামা ছাহেব ক্বিবলা ফুলতলী (রহঃ) তরিকতের সনদ কয় ছিলছিলায় লাভ করে?

উত্তরঃ ২ ছিলছিলায়।

৪৪. আল্লামা ছাহেব ক্বিবলা ফুলতলী (রহঃ) ইলমে ক্বিরাতের সনদ কয় ছিলছিলায় লাভ করেন?

উত্তরঃ ৩ ছিলছিলায়।

৪৫. আল্লামা ছাহেব ক্বিবলা ফুলতলী (রহঃ) এর তরিকতের ২ জন উস্তাদের নাম বল?

উত্তরঃ ১. শাহ মুহাম্মদ ইয়াকুব বদরপুরী (রহঃ) ও

২. মাওলানা গোলাম মহি উদ্দিন (রহঃ)।

৪৬. আল্লামা ছাহেব ক্বিবলা ফুলতলী (রহঃ) চিশতিয়া ও নিজামিয়া তরিকায় কার কাছ থেকে বাইয়াত গ্রহণ করেন?

উত্তরঃ মাওলানা গোলাম মহি উদ্দিন (রহঃ) এর কাছ থেকে।

৪৭. আল্লামা ছাহেব ক্বিবলা ফুলতলী (রহঃ) কবে ইন্তিকাল করেন?

উত্তর  ১৬ জানুয়ারি ২০০৮ সালে।

৪৮.ইমামুল হিন্দ কার উপাধি?

উত্তরঃ শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (রহঃ) এর।

৪৯. কোরআন শরীফে হরকত সংযোজন করেন কে?

উত্তরঃ উমাইয়া খলিফা হাজ্জাজ বিন ইউসুফ।

৫০. আল্লামা ছাহেব ক্বিবলা ফুলতলী (রহঃ) কতবার জাহাজযোগে হজ্জ্ব পালন করেন?

উত্তরঃ ২ বার।

তাজবীদ শিক্ষা রাবে ও খামিছ জামাতের চুড়ান্ত পরীক্ষার প্রস্তুতি

৫১. আল কোরআন প্রথম বাংলা অনুবাদ করেন কে?

উত্তরঃ ভাই গিরিশ চন্দ্র সেন।

৫২. মুসলমানদের মধ্যে প্রথম কোরআন শরীফ বাংলায় অনুবাদ করেন কে?

উত্তরঃ মাওলানা আমীর উদ্দিন বাসুনিয়া।

নোট: তিনিই সর্বপ্রথম কোরআন শরীফের বাংলা অনুবাদ করেন কিন্তু এই পান্ডুলিপিটি ছাপা করতে দেরি হয়ে যায়।

৫৩. কোন ভাগ্যবান ব্যক্তি সর্বাধিক ওহী লিখেছিলেন?

উত্তরঃ হযরত যায়েদ ইবনে সাবিত (রাঃ)।

৫৪. জামিউল কোরআন বা কোরআন সংকলনকারী বলা হয় কাকে?

উত্তরঃ হযরত উসমান (রাঃ) কে।

৫৫. ইমাম ওরশ কে?

উত্তরঃ ইমাম নাফে মদনীর দুই রাবীর একজন হচ্ছেন ইমাম ওরশ।

৫৬. আমাদের ক্বিরাতের ইমাম কে?

  উত্তরঃ ইমাম হাফস (রহঃ)।

৫৭. সৈয়দ আহমদ শহীদ বেরলভী (রহঃ) এর পিতার নাম কি?

উত্তরঃ মাওলানা সৈয়দ ইরফান বেরলভী (রহঃ)।

৫৮. আল্লামা ছাহেব ক্বিবলা ফুলতলী (রহঃ) এর ওয়ালিদ ছাহেবের নাম কি?

উত্তরঃ মাওলানা মুফতি শাহ আব্দূল মজিদ চৌধূরী (রহঃ)।

৫৯. কোরআন মজিদ কয়বার লিপিবদ্ধ করা হয়?

উত্তরঃ তিনবার।

৬০. রাসূল (সাঃ) এর জামানায় কোরআন শরীফ কোথায় লিপিবদ্ধ করা হতো?

উত্তরঃ মসৃন পাথর, হাড় ও পাতায়।

৬১. কোরআন শরীফ তিলাওয়াতের ৩টি নিয়ম কি কি?

উত্তরঃ ১. তারতীল, ২. তাদবীর ও ৩. হদর।

৬২. দুই সুরার মধ্যস্থলে বিসমিল্লাহ পড়ার হুকুম কি?

উত্তরঃ মুস্তাহাব।

৬৩. কোন সূরার শুরুতে বিসমিল্লাহ নেই?

 উত্তরঃ সূরা বরাতের।

৬৪. কোন সুরায় দুইবার বিসমিল্লাহ্ আছে?

উত্তরঃ সূরা নামলে।

৬৫. বিসমিল্লাহ কেন নাজিল হয়েছে?

উত্তরঃ দুই সুরাকে আলাদা করার জন্য।

৬৬. আলিফ কখন পুর-বারিক হয়?

উত্তরঃ পুর হরফের পর আসিলে পুর আর বারিক হরফের পর আসিলে বারিক হয়।

৬৭. “লামে ফে‘ল” কাকে বলে?

উত্তরঃ ফে‘লে মাদ্বি ও আমর এর মধ্যে যে লাম আসে, তাকে “লামে ফে‘ল” বলে।

৬৮. মদ্দে আছলির অপর দু‘টি নাম কি?

উত্তরঃ মদ্দে ক্বছর ও মদ্দে ত্ববয়ী।

৬৯. হামযা ও আলিফের মধ্যে পার্থক্য কি?

উত্তরঃ হামজা মদ ও লীন কবুল করে না অথচ আলিফ মদ ও লীন কবুল করে। 

৭০. কখন মদ্দে আরিদ্বলিছ ছুকুন হয়?

উত্তরঃ ওয়াক্ফের হালতে।

তাজবীদ শিক্ষা রাবে ও খামিছ জামাতের চুড়ান্ত পরীক্ষার প্রস্তুতি

৭১. মদ্দে মুত্তাছিল এর আরেক নাম কি? উদাহরণ দাও?

উত্তরঃ মদ্দে ওয়াজিব। উদাহরণ নিজে চেষ্ঠা কর।

৭২. মদ্দে মুনফাছছিল এর আরেক নাম কি? উদাহরণ দাও?

উত্তরঃ মদ্দে জায়িজ। উদাহরণ নিজে চেষ্ঠা কর।

৭৩. মদ্দে ফর্ক্ব কাকে বলে?

উত্তরঃ যে মদ ইছতেফ্হাম ও খবরের মধ্যে পার্থক্য করে, তাকে মদ্দে ফর্ক্ব বলে।

৭৪. তাখলীত্ব কাকে বলে?

উত্তরঃ একই বৈঠকে মদ্দে মুত্তাছিল ও মুনফাছ্ছিলকে বিভিন্ন নিয়মে পালন করাকে তাখলীত্ব বলে।

৭৫.; এক্বলাব করার সময় নুন সাকিন ও তানবীন কিসে পরিবর্তিত হয়?

উত্তরঃ মীমে।

৭৬. সাওত আসল না মাখরাজ আসল?

উত্তরঃ সাওত আসল।

৭৭. হামজায়ে ওছলির উপর সর্বদা কোন হরকত দিয়ে পড়তে হয়?

উত্তরঃ যবর দিয়ে।

৭৮. কোন যুদ্ধে অনেক হাফিজ ও ক্বারী শহীদ হয়েছিলেন?

উত্তরঃ ইয়ামামার যুদ্ধে।

৭৯, আল্লামা ছাহেব ক্বিবলা (রহঃ) এর ছাহেব জাদাগণ (পুত্র সন্তান) কয়জন?

উত্তরঃ ৭জন।

৮০. মদের পরিমাণ কয়টি ও কি কি?

উত্তরঃ ৩টি। যথাঃ ১. ক্বছর, ২. তাওয়াছছুত ও ৩. ত্বোল।

৮১. আল্লামা ছাহেব ক্বিবলা (রহঃ) কবে জন্ম গ্রহণ করেন?

উত্তরঃ ১৯১৩ সালে

৮২. মিছাল দাও?

ক. মদ্দে ওয়াজিব-

খ. মদ্দে জায়েজ-

গ. ইজহারে মতলক-

ঘ. ছিলায়ে ক্বছিরা-

ঙ. ছিলায়ে ত্বয়ীলা-

চ. মদ্দে বদল-

ছ. মদ্দে লাযিম হরফি মুখাফফাফ-

এখফায়ে শফয়ী-

জ. ওয়াকফে লাজিম-

উত্তরঃ নিজে চেষ্ঠা কর।

৮৩. মদ কাকে বলে? মদ প্রধানত কত প্রকার ও কি কি?

উত্তরঃ মদ অর্থ বর্ধিত করা। মদের তিনটি হরফের সাহায্যে আওয়াজ দীর্ঘ করাকে মদ বলে। মদ প্রধানত ২ প্রকার। যথাঃ ১. মদ্দে আছলি, ও ২. মদ্দে ফরয়ী।

৮৪. কে কোরআন শরীফ স্বহস্তে লিপিবদ্ধ করে আসাম ও বাংলাদেশের মুসলমানদের কাছে বিতরণ করতেন?

উত্তরঃ মাওলানা কারামত আলী জৌনপুরী (রহঃ)।

৮৫. সৈয়দ আহমদ শহিদ বেরলভী (রহঃ) কোন যুদ্ধে শাহাদাত বরণ করেন? এবং কার সাথে যুদ্ধ করেন?

উত্তরঃ সম্রাট আকবরের মনগড়া ধর্ম দ্বীনে এলাহীর বিরোদ্ধে যুদ্ধ করে বালাকুঠের যুদ্ধে শাহাদাত বরণ করেন।

৮৬. আল্লামা ছাহেব ক্বিবলা (রহঃ) এর প্রকৃত নাম কি?

উত্তরঃ মাওলানা আব্দুল লতিফ চৌধূরী ফুলতলী (রহঃ)।

৮৭. আসাম ও ভারত বর্ষে (বাংলাদেশে) সর্বপ্রথম কোরআন শিক্ষার প্রচলন করেন কে?

উত্তরঃ মাওলানা কারামত আলী জৌনপুরী (রহঃ)।

৮৮. কোন গুন্নাহ তিন হরকত পরিমান লম্বা করা যায়?

উত্তরঃ ওয়াজির গুন্নাহ

৮৯. এখফায়ে শফয়ী অবস্থায় মিম ছাকিনের মাখরাজ কোথায়?

উত্তরঃ খাইশুমে।

৮৯. গুন্নাহ কখন দেড় হরকত পরিমান দীর্ঘ করা যাইবে?

উত্তরঃ হদরের সহিত তিলাওয়াতের সময়।

৯০. ইজহারে হাকীকী এর অপর নাম কি?

 উত্তরঃ ইজহারে হলক্বি।

৯১. ইজহারে মুতলক কাকে বলে? উদাহরণ দাও?

উত্তরঃ একই শব্দে নুন ছাকিনের পর এদগাম এর হরফ ওয়াও এবং ইয়া আসিলে এদগাম হয় না। ইহাকে ইজহারে মুতলক বলে। উদাহরণ নিজে চেষ্ঠা কর।

৯২. ইউসুফ সূরার ইশমাম ফুলতলী ছাহেব কিভাবে পড়েন?

উত্তরঃ নিজে চেষ্টা কর।

৯৩. সিজদায়ে তেলাওয়াত কোন কোন সূরার আসিয়াছে?

উত্তরঃ নিজে চেষ্টা কর।

৯৪. ফুলতলী সাহেব ক্বিবলা তরিকায়ে চিশতীয়ায়ে নিজামিয়ার সনদ কার কাছ থেকে লাভ করেন?

উত্তরঃ গোলাম মহি উদ্দিন (রহ:) এর কাছ থেকে।

৯৫. মদ্দে বদল ও মদ্দে তবইর মধ্যে পার্থক্য কি?

উত্তরঃ মদ্দে বদল কোনো কোনো ইমামের মতে এক আলিফের বেশি হইবে না।

৯৬. রইসুল কুররা আহমদ হেজাজির উস্তাদের নাম বল?  

উত্তরঃ শেখ আহমদ আদ-দারদীর (রহ:)।

অনলাইনে একদম ফ্রি পদ্ধতিতে ইনকাম করা জানতে ভিজিট করুন

 

What do you think?

0 points
Upvote Downvote

Leave a Reply

Loading…

0

Comments

0 comments

মকছুদ হাসিলের বিভিন্ন পরীক্ষিত আমল

মকছুদ হাসিলের আমল নিয়ে কোরআন ও হাদিসের আলোচনা

ইনকাম বৃদ্ধির কোরআনী আমলসমূহ

ইনকাম বৃদ্ধির আমল নিয়ে কোরআন ও হাদিসের আলোচনা