আলহামদুলিল্লাহ! তিনি ০১/০৯/২০২৫ ইং তারিখে প্রভাষক (আরবি) পদে মেহেরপুর আনছারুল উলুম আলিম মাদ্রাসায় যোগদান করে প্রথম কর্মদিবস শুরু করেন। NTRCA কর্তৃক ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রভাষক (আরবি)পদে সুপারিশপ্রাপ্তির পর যোগদান করার মাধ্যমে তাঁর নতুন কর্মস্থল মেহেরপুর আনছারুল উলুম আলিম মাদ্রাসা,গোলাপগঞ্জ, সিলেট। সবাই হযরত মাওলানা মুফতি মাসুদুর রহমান সাহেব, জামালপুরী হুজুরের জন্য দোয়া করবেন, মহান মুনিব যেন তাঁর দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন।আমিন।
হযরত মাওলানা মুফতি মাসুদুর রহমান সাহেব, জামালপুরী হুজুর।
on: In:
About the author
Md Nazrul Islam
পেশায় আমি একজন প্রভাষক (আরবি)। মেহেরপুর আনছারুল উলূম আলিম মাদ্রাসায় এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে পহেলা ফেব্রুয়ারি, ২০২২ ইং তারিখে অত্র মাদ্রাসায় যোগদান করে অদ্যাবধি দায়িত্বরত।




















































































