LoveLove

শবে বরাতের নফল নামাজ আদায় করার নিয়ম

শবে বরাতের নামাজ আদায়ের নিয়ম

শবে বরাতের নামাজ

শবে বরাতের নামাজ আদায়ের নিয়ম সম্পর্কে আজকের আলোচনা। জানার অভাবে আমরা শবে বরাতের নামাজ পড়তে ভুল করে থাকি। এই প্রবন্ধে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হল।

পবিত্র শবে বরাতে নফল নামাজ পড়ার নিয়ম

‘শব’ একটি ফারসী শব্দ, অর্থ রাত। এবং ‘বারাত’ অর্থ সৌভাগ্য। অতএব ‘শবে বরাত’ শব্দদ্বয়ের অর্থ- সৌভাগ্যের রজনী।

শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি বিশ্ব মুসলিম সমপ্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। মহান আল্লাহ এ রাতে বান্দাদের জন্য তাঁর অশেষ রহমতের দরজা খুলে দেন।

মহিমান্বিত এ রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা বিগত জীবনের সব ভুল-ভ্রান্তি, পাপ-তাপের জন্য গভীর অনুশোচনায় মহান আল্লাহর দরবারে সকাতরে ক্ষমাপ্রার্থনা করেন।

নফল নামাজ, জিকির-আজকার, কোরআন মজিদ তিলাওয়াতের মধ্যদিয়ে বিনিদ্র রাত কাটিয়ে বিনম্র প্রার্থনা করেন ভবিষ্যৎ জীবনে পাপ-পঙ্কিলতা পরিহার করে পরিশুদ্ধ জীবন যাপনের জন্য। একই সঙ্গে মরহুম আত্মীয়-স্বজনসহ চিরবিদায় নেয়া মুসলিম নর-নারীর কবর জিয়ারত করে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এ ছাড়া পাড়া-মহল্লার মসজিদগুলোতেও সন্ধ্যার পর থেকেই মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। অনেকে গভীর রাত পর্যন্ত ইবাদত-বন্দেগিতে মগ্ন থেকে শেষ রাতে সেহরি খেয়ে পরদিন নফল রোজা রাখেন। শাবান মাসের পরেই আসে পবিত্র মাহে রমজান। তাই শবে বরাত মুসলমানদের কাছে রমজানের আগমনী বার্তা বয়ে আনে। শবে বরাতের মধ্য দিয়েই শুরু হয় রমজান মাসের সিয়াম সাধনার প্রস্তুতি।

ইসলামের দৃষ্টিতে স্মৃতিশক্তি বাড়ানোর উপায় জানতে ভিজিট করুন

শবে বরাতের নামাজ আদায়ের নিয়ম

শবে বরাতের নামাজ দু‘রাকাত করে আদায় উত্তম এবং যত বেশী পড়া যায় তত বেশী ছওয়াব। নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাছ, সূরা ক্বদর, আয়াতুল কুরছী বা সূরা তাকাছুর ইত্যাদি মিলিয়ে পড়া অধিক ছওয়াবের কাজ। এই ভাবে কমপক্ষে ১২ রাকাত নামাজ আদায় করা উত্তম। এর বেশি যত রাকাত আদায় করা যায় ততই উত্তম।

প্রতি ৪ রাকাত পর পর কিছু তাসবিহ-তাহলীল আদায় করে মহান আল্লাহর নিকট দোয়া কামনা করা অতি উত্তম। এই ভাবে সারা রাত নামাজ আদায় করা যেতে পারে।
নামাজের নিয়ত আরবীতে
“নাওয়াইতুআন্ উছল্লিয়া লিল্লা-হি তা‘আ-লা- রাক‘আতাই ছালা-তি লাইলাতিল বারা-তিন্ -নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল্ কা‘বাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার”।
বাংলায় নিয়ত

“আমি ক্বেবলামূখী হয়ে আল্লাহ্ এর উদ্দেশ্যে শবে বরাতের দু‘রাক‘আত নফল নামাজ আদায়ের নিয়ত করলাম- আল্লাহু আকবার”।

আল্লাহ তা’য়ালা যেন আমাদেরকে সঠিকভাবে ইবাদাত করার তাওফিক দান করেন। আমীন !!!

শিফার আয়াতের আমল ও তদবির শিখতে ভিজিট করুন

What do you think?

0 points
Upvote Downvote

Leave a Reply

Loading…

0

Comments

0 comments

রোজার ফজিলত ও নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা

রোজার ফজিলত ও নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা

৭৭টি কবীরা গুনাহের তালিকা

কবীরা গুনাহের তালিকা সমূহের বিস্তারিত বর্ণনা জেনে নিন