Voice Change করার টেকনিক
Voice –বাচ্য
Voice- শব্দের অর্থ কণ্ঠস্বর বা আওয়াজ। কিন্তু Grammar- এর পরিভাষায় একে বলা হয় বাচ্য।
Voice- এর সংজ্ঞা
কর্তা নিজে ক্রিয়ার কাজ সম্পন্ন করে বা অন্যের কৃতকার্যের ফল ভোগ করে, এরূপ বুঝাতে Voice- এর রূপের যে পরিবর্তন হয়, তাকে বলে Voice।
Voice– দুই প্রকার। যথা-
১. Active Voice (সক্রিয় বাচ্য)
২. Passive Voice (নিস্ক্রীয় বাচ্য)
Active voice- এর সংজ্ঞা
কর্তা যখন নিজেই সক্রিয় হয়ে ক্রিয়ার কাজ সম্পন্ন করে, তখন verb- এর Active voice হয়। যেমন-
I eat rice. (আমি ভাত খাই)
Passive voice – এর সংজ্ঞা
কর্তা যখন নিষ্ক্রীয়ভাবে অন্যের কৃতকার্যের ফল ভোগ করে, তখন verb- এর Passive voice- হয়। যেমন-
Rice is eaten by me. (আমার দ্বারা ভাত খাওয়া হয়)
Active voice – কে passive voice- এ রূপান্তরের নিয়মাবলী
প্রথমে নয় প্রকার tense- এর voice change আলোচনা করা যাক । যার জন্য নিচের পাঁচটি নিয়ম শিখুন । এই পাঁচটি নিয়ম শিখলেই নয় প্রকার tense- এর voice change সম্পন্ন হবে। আর তা হলো-
নিয়ম -১
active voice- এ যা object, passive voice- এ তা subject হয়ে বাক্যের শুরুতেই বসে। এক্ষেত্রে Object এর Subjective form হবে। Object যদি noun হয়, তবে রূপান্তর করার সময় এর আকার-আকৃতির কোন পরিবর্তন হবে না। কিন্তু Pronoun হলে Subject ও Object পরিবর্তনের সময় নিচের পদ্ধতি অনুযায়ী পরিবর্তন করতে হয় ।
অর্থাৎ
নিয়ম- ২
তারপর tense অনুযায়ী Auxiliary Verb বসবে।
Auxiliary Verb ব্যবহারের নিয়ম
প্রথমে Active Voice- এর বাক্যটির দিকে তাকান। বাক্যটির tense সনাক্ত করুন। তারপর নিচের নিয়মে tense অনুযায়ী Passive বাক্যটির Auxiliary Verb বসিয়ে দিন। অর্থাৎ
নিয়ম-৩
তারপর main verb- এর Past Participle Form বসবে।
নিয়ম- ৪
এরপর main verb- এর পরেই by preposition- টি বসবে।
নিয়ম-৫
সবশেষে subject এর objective form বসবে।
উদাহরণ
They play football. (Active)
Football is played by them. (Passive)
ব্যাখ্যা:
(১) প্রথমে object টি subject হয়ে বাক্যের শুরুতেই বসেছে।
(২) উপরের বাক্যটি হচ্ছে present indefinite tense এর। তাই am/is/are হতে “is” বসেছে। যেহেতু subject 3rd person ও singular number.
(৩) পরে main verb – এর past participle form বসেছে।
(৪) main verb- এর পরেই by preposition টি বসেছে।
(৫) সবশেষে subject এর Objective form বসল।
Voice Change করার টেকনিক পর্বে আমরা ৯ প্রকার নিয়ম শিখে নিলাম।
নিয়ম-১০
বাক্যে double object থাকলে-
Structure
যেমন-
P = He was given a book by me.
A= I gave him a book.
Or = A book was given him by me.
Note:
⇒ ব্যক্তিবাচক object কে বলা হয় indirect object যার অপর নাম হচ্ছে personal object.
⇒ বস্তু বাচক object কে বলা হয় direct object.
⇒ দুটি object এর মধ্যে যে object টি স্বস্থানে থেকে যায়, তাকে Retained object বলে।
নিয়ম-১১
can, could, may, might, must, ought to, going to যুক্ত active voice- কে passive voice- এ পরিবর্তনের নিয়মঃ
Structure
যেমন-
A = I may help you.
P = You may be helped by me.
Interrogative sentence এর Voice change
নিয়ম- ১২
Interrogative sentence- এর passive voice করার সহজতম নিয়ম হল-
ক) প্রথমে Interrogative sentence টিকে কসড়াভাবে Assertive sentence- এ রূপান্তরিত করুন।
খ) তারপর বাক্যটিকে খসড়াভাবে Passive voice- এ পরিবর্তন করুন।
গ) এবার রূপান্তরিত বাক্যটির Auxiliary verb- কে প্রথমে বসিয়ে দিন।
ঘ) বাক্যটির শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) বসিয়ে দিন ।
যেমন-
Have you eaten rice (?)
ক) =You have eaten rice.
খ) = Rice has been eaten by you.
গ) = Has rice been eaten by you.
ঘ) = Has rice been eaten by you?
নিয়ম- ১৩
বাক্যের প্রথমে Who থাকলে-
Structure
যেমন-
A = Who broke the glass?
P = By whom was the glass broken?
নিয়ম– ১৪
বাক্যের প্রথমে Whom থাকলে-
Structure
যেমন-
A = Whom do you want?
P = Who is wanted by you?
নিয়ম- ১৫
বাক্যের প্রথমে What থাকলে-
Structure
যেমন-
A = What do you want?
P = What is wanted by you?
নিয়ম- ১৬
বাক্যের প্রথমে Which থাকলে-
Structure
যেমন-
A = Which book do you Want?
P = Which book is wanted by you?
নিয়ম- ১৭
বাক্যটি যদি এভাবে গঠিত হয় যে Sub + Verb + obj + present participle তাহলে passive voice- করার নিয়ম-
Structure
যেমন-
A = I saw him reading a book.
P = He was seen reading a book by me.
Imperative sentence- এর Voice change
নিয়ম- ১৮
শুধু মাত্র মূল Verb দিয়ে imperative বাক্যটি শুরু হলে, passive করার নিয়ম-
Structure
যেমন-
A = Do the sum
P = Let the sum be done.
নিয়ম- ১৯
Do not দিয়ে imperative বাক্যটি শুরু হলে passive করার নিয়ম-
Structure
যেমন-
A= Do not shut the door.
P = Let not the door be shut.
নিয়ম- ২০
Let + ব্যক্তিবাচক ড়নলবপঃ object (me, us, you, them, him, her) দিয়ে imperative বাক্যটি শুরু হলে, তা passive করার নিয়ম-
Structure
যেমন-
A = Let me do the work.
P = Let the work be done by me.
(D.O = Direct object)
নিয়ম- ২১
Never যুক্ত imperative sentence কে passive করার নিযম-
Structure
যেমন-
A = Never tell a lie.
P = Let not a lie ever be told.
নিয়ম- ২২
মূল verb + ব্যক্তিবাচক object (me,us,them,him,her) দিয়ে imperative বাক্যটি শুরু হলে তা passive করার নিয়ম-
Structure
যেমন-
A = Buy me a shirt.
P = Let a shirt be bought for me.
[Ind.O = indirect object]
Reflexive pronoun (রিফ্লেক্সিভ প্রোনাউন- আত্মবাচক সর্বনাম)
নিয়ম- ২৩
বাক্যে যদি Reflexive pronoun, Object হিসেবে ব্যবহৃত হয়, তাহলে তা passive করার নিয়ম-
Structure
যেমন-
A = He Killed himself.
P = He was killed by himself.
Passive Voice of Quassi –passive verbs
Quassi (কোয়েসি) শব্দের অর্থ প্রায়। আর Quassi-passive verb মানে প্রায় নিষ্ক্রীয় ক্রিয়া। কিছু কিছু transitive (সকর্মক) Verb আছে যা গঠনের দিক থেকে active আর অর্থের দিক থেকে passive. এ ধরনের Transitive (ট্র্যানজিটিভ) Verb- কে Quassi-Passive Verb বলা হয়।
Quassi- passive Verb- দুই প্রকারের। যথা:-
- Complement বিশিষ্ট ও
- Complement বিহীন।
নিয়ম- ২৪
Complement যুক্ত Quassi- Passive verb দ্বারা গঠিত বাক্যটির Passive Voice করার দুটি নিয়ম আছে।
(প্রথম নিয়ম) এই নিয়মটি অধিক ব্যবহৃত-
Structure
যেমন-
A = Honey tastes sweet.
P = Honey is sweet when it is tasted.
(দ্বিতীয় নিয়ম)
Structure
যেমন-
A = Honey tastes sweet.
P = Honey is tasted sweet.
নিয়ম- ২৫
Complement বিহীন Quassi- Passive Verb দ্বারা গঠিত বাক্যটির Passive Voice- করার নিয়ম-
Structure
যেমন-
A = The house is building.
P = The house is being built.
নিয়ম- ২৬
বাক্যে It is/ It was থাকলে Passive Voice করার নিয়ম-
Structure – 1
|
যেমন-
A = It is time to close the door.
P = It is time that the door should be closed.
Structure– 2
|
যেমন-
A = It is time to close the door.
P = It is time the door to be closed.
নিয়ম- ২৭
অনেক সময় Passive Voice- এ by এর পরিবর্তে অন্যান্য Preposition যেমন- to, at, on, with, in, of ইত্যাদি ব্যবহৃত হয়। তা জানার জন্য নিচের কৌশলগুলো মুখস্ত করুন:
কৌশল- ১
Marveled at
Shocked at
Stared at
Excited at
Surprised at
কৌশল- ২
Filled with
Pleased with
Satisfied with
Lined with
Covered with
Annoyed with
কৌশল- ৩
Known to
Invited to
কৌশল- ৪
Interested in
Contained in
এবং
Frightened = of
Factitive object
Factitive object যুক্ত Sentence- কে Passive Voice রূপান্তরিত করার নিয়ম-
Factitive Verb এর পরিচয়
এর এমন কিছূ transitive verb আছে যেমন Select, Elect, Nominate, Make, Call, Name, Appoint, Crown, Proclaim, যেগুলোর object থাকা সত্বেও সম্পূর্ণরূপে অর্থ প্রকার করতে পারে না । পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য এসব Verb- এ একটি অতিরিক্ত object এর প্রয়োজন হয়। এই অতিরিক্ত object টিকে Factitive object বলা হয়।
নিয়ম-২৮
Factitive object যুক্ত বাক্যকে Passive Voice করার নিয়ম-
Structure
|
||||
|
যেমন-
A = We make him captain.
P = He was made captain by us.
নিয়ম-২৯
Passive Voice of Complex Sentence
Complex Sentence- এ একটি Clause একটি Subject বা Object হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং active এর object যদি একটি clause হয়, তাহলে Passive এর Subject হিসেবে ঐ clause টি ব্যবহৃত হবে। কিংবা active এর subject কোন clause হলে passive- object হিসেবে তা ব্যবহৃত হয়। clause এর মধ্যকার verb- এর কোন পরিবর্তন হবে না। যেমন-
উদাহরন এক
A = I Know what he thinks
s v o
P = what he thinks is Known to me.
উদাহরন দুই
A = He showed me what he had made.
P = what he had made was shown me by him.
উদাহরন তিন
A = She said what she knew.
P = what she knew was said by her.
উদাহরন চার
A = we will explain why we want to do it.
P = Why we want to do it will be explained by us.
উদাহরন পাঁচ
A= what he was done will save his Family.
P = His family will be saved by what he has done.
Voice Change করার টেকনিক পর্বে আমরা সর্বমোট ২৯ প্রকার নিয়ম শিখে নিলাম।
এছাড়া Voice Change করার টেকনিক জানার জন্য নিজেও চেষ্টা করে যেতে পারেন।
Tag Question তৈরি করার নিয়ম জানতে চাইলে এখানে ক্লিক করেন
Online Earning সম্পর্কে জানতে ক্লিক করুন
Prepared By: Md Nazrul Islam Dulu