অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করে দিতে পারা একটি উত্তম কাজ। এই পৃথিবীতে হাজারো লোক আছে যারা অবৈধভাবে নারীদের সাথে সম্পর্কে লিপ্ত হয়। তাদের এই অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করা প্রয়োজন হয়ে পড়ে। সমাজে এই বেহুদা সম্পর্ক তৈরি করে কত লোক কতভাবে নিজে যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছে অনুরূপ অন্যকেও করছে বিপদগামী। আজকের আর্টিকেলে এই নাজায়েজ সম্পর্ক নষ্ট করার অতি গুরুত্বপূর্ণ আজব আমল পাঠকদের নিকট পেশ করা হল। এই আমল শেষ করলেই আল্লাহর নামের তাছির উপলব্দি করতে সক্ষম হবেন। নিচে আমলটি দেয়া হল-
হযরত মাওলানা হোসাইন আহমদ মদনী (রহ) হতে এই আমলটি বর্ণিত। যা শামসুল মুয়ারিফুল কোবরার অনুবাদক উর্দু ভাষায় কিতাবের শেষ দিকে উল্লেখ করেছেন। আমি তার বাংলা অনুবাদ করে পাঠক মহলে পেশ করছি। আল্লাহ তা’য়ালা আমাদের কল্যানের পথে চালিত করেন, আমীন!!!
৩০টি আজব দ্রব্যগুণের যাদু শিখতে চাইলে ভিজিট করুন
এই আমলের নিয়ম হলো: বিসমিল্লাহ শরীফ এর رَحِيم শব্দের م কে আল হামদু লিল্লাহ এর সাথে ওছল করে পড়তে হবে। অর্থাৎ اَلحمد শব্দের হামজায়ে ওছলি কে হজফ করে পড়তে হবে। الرحيم এর م এর নিচে যের দিয়ে اَلحمد এর হামজায়ে ওছলিকে হজফ করে তিলাওয়াত করতে হবে। এই আমল ৭দিন পর্যন্ত করতে হবে। আমল করার নিয়ম হলো- রবিবার হতে আমল আরম্ভ করবে। আমলটি ফজরের নামাজের সুন্নাত ও ফরজ নামাজের মধ্যখানে আমল করবে। আমল আরম্ভ করার আগে ৭বার দুরূদ শরীফ ও শেষে আবার ৭বার দুরূদ শরীফ পাঠ করবে।
রবিবারে- বিসমিল্লাহসহ সূরা ফাতেহা ৭০ বার তিলাওয়াত করবে।
সোমবারে- বিসমিল্লাহসহ সূরা ফাতেহা ৬০ বার তিলাওয়াত করবে।
মঙ্গলবারে- বিসমিল্লাহসহ সূরা ফাতেহা ৫০ বার তিলাওয়াত করবে।
বুধবারে- বিসমিল্লাহসহ সূরা ফাতেহা ৪০ বার তিলাওয়াত করবে।
বৃহস্পতিবারে- বিসমিল্লাহসহ সূরা ফাতেহা ৩০ বার তিলাওয়াত করবে।
শনিবারে- বিসমিল্লাহসহ সূরা ফাতেহা ২০ বার তিলাওয়াত করবে।
বৃহস্পতিবারে- বিসমিল্লাহসহ সূরা ফাতেহা ১০ বার তিলাওয়াত করবে।
শরীয়তের পাবন্দী বা পরহেজগার কোনো ব্যক্তি এই আমল করলে সাথে সাথেই রিজাল্ট পেয়ে যাবেন। আর তা না হলে এই আমলটি ২য় বার করতে হবে। এতেও ফল না পেলে ৩য় বার আমল করতে হবে। তাহলে অবশ্যই ফল পাবেন। (আল্লাহু আ’য়লাম)
অনুবাদক: হযরত মাওলানা ক্বারী মো: নজরুল ইসলাম সাহেব, ভাদেশ্বরী। (এমএম,এমএ),
আরবি প্রভাষক, মেহেরপুর আনছারুল উলূম আলিম মাদ্রাসা, গোলাপগঞ্জ, সিলেট।
ভাল ছাত্র হওয়ার উপায় জানতে চাইলে ভিজিট করুন
যোগাযোগ: মো: নজরুল ইসলাম, 01716-386958, nazruld@yahoo.com